পুষ্প পাপড়িতে গড়ন নিখুঁত আবরণ, অন্দরে করে সে বিচরণ মাকালফলের ন্যায় ঔদরিক আচরণ!
উপায় নেই বুঝিবার থাকিলে দূরে, কিনারায় ভিড়াইলে তরী মাতালি হাওয়ায় নাচন দেখি মন পাগলের ঘরে!
পিদিম জ্বালিয়ে ঘুরছে পথে সাত-সাগর আর তের-নদীর ঘাটেঘাটে, ধরেছে হাল শক্ত বৈঠা ফেলিবে নোঙর পেলে কভু কিনারা ক্লান্ত মাঝির হয় যদি কিঞ্চিত সাহারা...
পাহারায় পাহাড়ি নেই যেনো তাড়াতাড়ি যানে সে আসবেই দুর্গম খাদাবাড়ি ষোলআনা নেবো চেয়ে ফেলো সব ঝাড়ি-ঝুড়ি।
রুগ্ন পাপড়ি, শুকনো ঘাট ব্যধিতে অন্দর দেয় দৌড়-ঝাপ কষেছে মনেমনে পেছনের পাপ প্রতিবিম্ব বাহ্যিক সদা দেখিয়েছি নিষ্পাপ ছাপ!!