খোকা তুই আসবি কবে? আম গুলো সব পেকে গেছেরে, কালো জাম-জামরুল আর কাঁঠাল গুলো প্রায় যাচ্ছে পেকে....
ওতে তাকাতেই কলজে জুড়ে এক চিনচিন ব্যথা হয় চোখেতে টলমল পানির বুন্দ-গুলো শব্দহীন কতকি কয়!!
তুই যে বড্ড ভালবাসতি বৈশাখ পেড়িয়ে জৈষ্ঠের ছুঁই ছুঁই কচকচে কালো জাম আর কাছা-পাকা মিষ্টি আম-জামরুল!
খোকা তুই আসবি কবে? এই প্রাণ আর যে পারেনারে বাপ তোকে রেখে হয় না ইচ্ছে খেতে আর একটি ধাপ....
খাওয়ার ছিলোনা অভাব, যেভাবেই চলতো চলেইতো যেতো জীবন, একটু স্বাদের নেশায় জীবন রেখে ধোঁয়াশায় ছিঁড়ে গেলে কলিজার বাঁধন।।
খোকা তুই আছিস কেমন রে? সারাক্ষণ ভাবে এই পাগলীর মন..
আয়না ফিরে বাপ,শীতল হবে এই পাগলীর মন ঝেড়ে সব উত্তাপ।।
প্রবাস:ছেলে