মানুষ কইবো কারে
মানুষ মাইনষেরে মারে
স্বার্থের ব্যাঘাতে আপন-পর ঘরে-বাইরে
মানুষ কইবো কারে?
ভাইয়ে ভাইয়ে জঞ্জাল পরের কথায় ঝাড়ে ঝাল
রক্তের বাধন খায় গিলে ভাই মরে ভাইয়ের খঞ্জরে
মানুষ কইবো কারে
মানুষ মাইনষেরে মারে!
লোভের খপ্পরে মনুষ্যত্ব পুড়ে
মানব গেলো ছারখারে
ধরণী নেইকো দোষ মানুষ মাইনষেরে মারে
মানুষ কইবো কারে।