ভালবেসো ঐ অদৃশ্য আত্মা'কে,
জগত সম মমতায় ঘেরা ন্যাসরক্ষক যেথায় থাকে।
হৃষ্টপুষ্ট, নাদুসনুদুস সূক্ষ্মাভা; ঐ ছাঁচ,
পড়িলে নজর চক্ষুশূল ঐ কপালে পড়ে ভাঁজ।
লালসার ক্ষুধা চোখের ধাঁধা ক্ষণিকে যায় পুড়িয়ে,
অহং; সেই ভালবাসা চলে অবিরাম প্রভাত ভুলিয়ে সন্ধ্যে গড়িয়ে।
ওহে দেহ-প্রাণ সদা করো প্রস্থান, ঐ সেই অদৃশ্য মননে, কলঙ্কের নেই যে বিপৎসংকুল, সতেজ থাকিবে আত্মা অনন্ত যাপনে।