কতো অপেক্ষায় আসতো যে মোর কাঙ্ক্ষিত সেই চিঠি!তারি ভেতর থাকতো কত হাসি-কান্নার স্মৃতি।
দূর-প্রবাসে তোর আশাতে,কাটতো দিবা-নিশি,
হাতে পেলেই মৃত প্রাণে ফুটতো সতেজ হাসি।
প্রিয়ার লেখা আঁকাবাঁকা, মায়ের আকুতি,
আসিস কেমন ওহে মানিক উত্তরে লিখবি।
জননী সেই পথের পানে থাকতো প্রতিক্ষায়, প্রতোত্তরে কি লিখিল আমার কলিজায়।
প্রযুক্তি আজ নিচ্ছে কেড়ে আবেগ অনুভূতি,
ফিকে হয়ে যাচ্ছে সেই মধুমাখা স্মৃতি!!
_________
এম,আব্দুল গফুর।
প্রকাশকাল :২০-০৬-১৭
আল-কাছিম,সৌদিআরব।