মেঘাচ্ছন্ন আকাশ গোধূলির সেই নিবিড় ঝলমল মায়াজাল...
হাত বাড়িয়ে ডাকেনা আর আগের মতন,
মিষ্টি সু-বাতাস চারপাশ বিলাইয়াছিল কবে এখন আর পরেনা মনে!

দেহেতে আছে প্রাণ, তবুও নিষ্প্রাণ অদৃশ্য পাপাত্মা ভর করেছে মনের ঘরে,
যেখানে প্রাণের মূল্য কামারের হাতের হাতুরীর বাজনায়, উন্মাদ তবুও গান গায়!!

এপারের মায়ামোহ করেছে পাগল, কি জেনে কি বুঝে বকে আবোলতাবোল।
গোধূলির আজ কালো রঙ, শীতল বাতাসে দুর্গন্ধ, ক্ষমার অযোগ্য তোমার এই মহানুভবতা,
আপন ঘরের স্বীয় হে নষ্টা-দেবতা।


প্রথম প্রকাশ ২২-০৬-১৬
আল-কাছিম,সৌদিআরব।