ওই যে পার্থীটি, সখি, দেখিছ পিঞ্জরে রে,
                  সতত চঞ্চল,—
কভু কাঁদে, কভু গায়,           যেন পাগলিনী-প্রায়,
    জলে যথা জ্যোতিবিম্ব—তেমতি তরল!
    কি ভাবে ভাবিনী যদি বুঝিতে,স্বজনি,
    পিঞ্জর ভাঙিয়া ওরে ছাড়িতে অমনি!



নিজে যে দুঃখিনী,            পরদুঃখ বুঝে সেই রে,
                 কহিনু তোমারে;---
আজি ও পাখীর মনঃ       বুঝি আমি বিলক্ষণ---
      আমিও বন্দী লো আজি ব্রজ-কারাগারে!
      সারিকা অধীর ভাবি কুসুম-কানন,
      রাধিকা অধীর ভাবি রাধা-বিনোদন!



      বনবিহারিণী ধনী বসন্তের সখী রে—
                 শুকের সুখিনী?
বলে ছলে,ধরে তারে,        বাঁধিয়াছ কারাগারে---
      কেমনে ধৈরজ ধরি রবে সে কামিনী?
      সারিকার দশা, সখি, ভাবিয়া অস্তরে,
      রাধিকারে বেঁধো না লো সংসার-পিঞ্জরে!



      ছাড়ি দেহ বিহগীরে মোর অনুরোধে রে—
                 হইয়া সদয়।
ছাড়ি দেহ যাক্ চলি,           হাসে যথা বনস্থলী---
     শুকে দেখি সুখে ওর জুড়াবে হৃদয়!
     সারিকার ব্যথা সারি, ওলো দয়াবতি,
     রাধিকার বেড়ি ভাঙ—এ মম মিনতি।



     এ ছার সংসার আজি অাঁধার, স্বজনি রে—
                 রাধার নয়নে!
কেনে তবে মিছে তারে     রাখ তুমি এ আঁধারে---
    সফরী কি ধরে প্রাণ বারির বিহনে?
    দেহ ছাড়ি, যাই চলি যথা বনমালী;
    লাগুক্ কুলের মুখে কলঙ্কের কালি!



    ভাল যে বাসে, স্বজনি, কি কাজ তাহার রে
                কুলমান ধনে?
শ্যামপ্রেমে উদাসিনী        রাধিকা শ্যাম-অধীনী---
    কি কাজ তাহার অাজি রত্ন আভরণে?
    মধু কহে, কুলে ভুলি কর লো গমন---
    শ্ৰীমধুসূদন, ধনি, রসের সদন!



(ব্রজাঙ্গনা কাব্য)