ধূসর আকাশ, কালো মেঘে ঢাকা,
সেই মেঘের ফাঁক দিয়ে, ঝলমলে সূর্যের আলো।
শুধু কি আকাশে?
হৃদয়ের মেঘেও, মাঝেও ঝলমলে আলো খেলা করে।
অপরাজিতা নীল ফুল নয় শুধু,
শুধু নয়নের ভালোবাসা,
হৃদয়ের আকাশে আলোর ঝর্না।
কত ঝড়-ঝঞ্ঝা,কত বৃষ্টি, কত বেদনা,
আছে দুঃখ আর অশ্রুঝরা।
তবুও মাথা উঁচু করে থাকে,
হৃদয়ের আকাশে,
উজ্জ্বল চাঁদের আলোর মতো,
অপরাজিতা, নীল ফুল গুলো।
জীবনের পথে, কত কাঁটা, কত পাথর,
কত বাধা-অসুবিধা, কত ভয়।
তবুও এগিয়ে যেতে হবে,
হার মানলে চলবে না।
জীবনের যুদ্ধে,
কত লড়াই, কত জয়-পরাজয়।
তবুও লড়াই চালিয়ে যেতে হয়,
থেমে গেলে যে হবে না।
জীবনের শেষ বেলাতে আছে ,
কত অন্ধকার, কত শূন্যতা।
তবুও ভয় পেয়ে-
হাল ছাড়লে হবে না,
অপরাজিতা ফুলের মতো-
মাথা তুলে দাঁড়াতে হবে প্রতিবার।