হে মানব, তুমি কি জানো,
কত মহৎ তোমার জন্ম?
ধরণীর সেরা সৃষ্টি,
তোমার বুদ্ধি, তোমার কর্ম।
তুমিই প্রকৃতির রাজা,
পৃথিবীর কর্তা তুমি।
পাহাড়, নদী, বন, সমুদ্র,
সবই তোমার অধীনে।
তুমিই জ্ঞানের আলো,
অন্ধকার দূর করো তুমি।
বিজ্ঞান, শিল্প, সাহিত্য,
সবই তোমার দান।
তুমিই ভালোবাসার মূর্তি,
স্নেহ, দয়া, মমতা,
সবই তোমার বৈশিষ্ট্য।
তুমিই মানবতার প্রতীক।
হে মানব, তবে তুমি কি ভুলে গেছো,
তোমার মূল্য কতটা?
লোভ, ঘৃণা, ঈর্ষা, ক্রোধ,
এসব তোমার শত্রু।
তুমি যুদ্ধ করো, রক্তপাত করো,
নিজেদেরই ধ্বংস করো।
পৃথিবীকে নোংরা করো,
প্রকৃতিকে হত্যা করো।
হে মানব, সচেতন হও,
ফিরে এসো মানবতার পথে।
ভালোবাসা, সহানুভূতি, শান্তি,
এই হোক তোমার নীতি।
পৃথিবীকে করো সুন্দর,
মানুষকে করো সুখী।
মহৎ হও, ঐশ্বর্যশালী হও তুমি,
হে মানব, তোমার জীবন হোক অর্থপূর্ণ।