ওহে মানুষ, ওহে মানুষ,
শক্তি আর সাহস দিয়ে, তোমার হৃদয় আলোয় পূর্ণ করো।
তোমার ইচ্ছা আর সংকল্প পূর্ণ করো তুমি।
ভেঙে পড়ো না কখনো তুমি,
তোমার অদম্য অম্লান দৃঢ় সংকল্পে,
সে তার পথ তৈরি করবে- নিজে নিজেই
অমসৃণ জীবনের যাত্রা যে-সে তা জানে।
ওহে মানুষ, ওহে মানুষ,
তুমি নায়ক মহানায়ক ,
আশার আলোয়, পথনির্দেশক উজ্জ্বল নক্ষত্র তুমি।