আকাশের মেঘে ছুটছে বৃষ্টির ধারা,
পৃথিবী রঙিন হলেও, বদলে যায় সেটা।
কথা দিলাম সকালের সূর্য নিয়ে আসবো তোমার ঘরে,
হারিয়ে যাবে রাতের অন্ধকার, আসবে নতুন আলো।
চেয়ে দেখো আমি আজও আছি তোমারই পাশে,
বৃষ্টির মত শুভকামনা নিয়ে তোমার হৃদয় গহ্বরে।
প্রেমের গলি পথে সৃষ্টি সুখের সবুজ প্রকৃতি,
কবিতা হয়ে প্রসূত হয় মনের কথার বুলবুলি।