অব্যক্ত কথায় নেই কি কোন অনুভব অনুভূতি?
আমাদের বিশ্বাসের ছায়া যখন গলে যায়-
শুরু হয় তখন পরীক্ষা নিরীক্ষা, অঙ্গীকার ইত্যাদি
একে অপরের বাহুতে, বিশ্রাম খোঁজার দ্বিতীয় প্রয়াস।
তবে ‘শপথ’ নিছক কথার চেয়ে বেশি কিছু নয়,
একটি অলিখিত চুক্তি যেমন,
সময়ের সুতোয় বোনা প্রতিশ্রুতি,
মানব-মানবীর শাশ্বত ঐশ্বরিক আস্থার নতুন গান।