সুযোগের ঘরে ভাগ্য খেলা করে,
তবু রয়ে যায় সে অধরা-চঞ্চল ।
ছায়া ভরা রাতে বা সকালের আলোতে-
খসখসে পড়ে জুয়াড়ি মনের আশা।
প্রতারক চাঁদের সোনালী হাসি,
থেকে যায় অধরা স্পর্শের ভিড়ে।
ক্ষণস্থায়ী হাওয়াতে-
থাকে নিয়তির রহস্যময় দোলাচল।
সময়ের গোলকধাঁধার নিষেকে-
এলোমেলো গর্ভদান।
অসংজ্ঞায়িত নিষ্ঠুর খেলা শেষে-
অপেক্ষারত বিজয়ী জীবনের আলিঙ্গন।