সন্ধ্যা নেমেছে, আকাশে মেঘের ঘনঘটা,
নিঃশব্দে ঘুমিয়ে পড়েছে পৃথিবী।
শুধু প্রহরীর পদক্ষেপের শব্দ,
ফুটে উঠেছে রাতের নিস্তব্ধতায়।
হে প্রহরী,একটু থামো,
ফিরিয়ে নাও তোমার পদক্ষেপ।
এই রাতের নিস্তব্ধতায়,
আমার স্বপ্ন ভেঙে দিওনা তুমি ।
আমি স্বপ্ন দেখছি ,
সুন্দর ভবিষ্যতের।
যেখানে নেই দুঃখ, নেই বেদনা,
শুধু আছে সুখের আলো।
সকাল আসবে আবার,
সূর্যের আলো ফুটে উঠবে।
তখন আমি জেগে উঠব আবার ,
নতুন করে স্বপ্ন দেখব বলে।
হে প্রহরী, একটু থামো ,
ফিরিয়ে নাও তোমার পদক্ষেপ।
আমার স্বপ্ন ভেঙে গেলে,
আমি হারিয়ে ফেলবো আমার সব আশা।