ভালবাসার আশায় আমি,
বেধেছি নতুন বাসা।
একটু একটু করে-
পেয়েছি তোমার ভরসা।
ঝগড়া বাঁধে কেন এখন,
তোমার কথায় যদি মরন?
জেদের চোটে কতো কথা,
রাগ কমলেই সবই বৃথা।
********
তাং: ১/০৬/২০১৮ ইং
১৭ জৈষ্ঠ,১৪২৫ বাং
বিকাল:২.৩৪
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত