অনাবৃষ্টিতে হয়েছে মরুভূমি ভালোবাসার উপত্যকা,
হাত দিয়ে ছুয়ে দেখি সে তো অগ্নিময় বালিয়াড়ী।
স্বাধীনতার খোঁজে হয়েছিল পরাধীন পূর্ব ইতিহাস বলে,
বুকের ভেতরে আলোক খোঁজেছি আমি শত বার,
আজ‌ও শুনি আমি সেদিনের ব‍্যর্থতার গ্লানি হাহাকার।
সাক্ষী হয়েছে এই সাগর-নদী,আকাশ রাতের
অন্ধকার।
দেখা হয়েছে তার সাথে যে শুধু হাসে আর
ভালোবাসে-
প্রণাম করেছি বেদীতে-সে হোক মরীচিকা আসুক অন্ধকার।
********
তাং: ০৯/০১/২০১৯ ইং
সকাল-৯.৪২