রাত জেগে এই চিঠিখানা
লিখছি আমি বসে,
হাসি খুশি কেটে গেল
একটি বছর শেষে।
চেয়ে দেখো নতুন প্রভাত
হাসছে নতুন হাসি।
জন্মদিনটা তোমার আমি,
অপেক্ষাতেই থাকি!
লাল পলাশের রঙিন আগুন-
বিজয় পথে লাগলো ফাগুন।
ধর্ষ্য তুমি নিয়ে চলো
বুঝে সুজেই কথা বলো।
বিশ্বজয়ী প্রয়াশ তোমার-
ভালো থেকো আদর্শ আমার।
*****
তাং: ২৪/০২/২০১৯ ইং
রাত:১১.০০
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত