যদি আমি যাই গো চলে কাঁদবে নাতো বলো?
ও ললনা করিসনে তোর আঁখি ছলো ছলো!
এই জনমে মনের সুখে ছিলাম তোমার কাছে,
ভাবিনি তো কোন দিন ও  যেতে হবে শেষে!
হারিয়ে আমি যাবো সেদিন বালুকনার ভিড়ে,
শতাব্দীর ঐ প্রাচীন নদী নীলাঞ্জনার তীরে।
কাকের ডাকে উঠব না যে দেবনা তো ডেকে,
মনের সুখে ভালো থেকো রঙিন স্বপ্নের দেশে!

********

তাং: ০২/০১/২০১৯ ইং
রাত-৯.১৭
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত