শতেক আলোক জ্বলুক আজি
                  তোমার জন্মদিনে।
ধীরে ধীরে‌ ‌‌‌ঋণী হলাম,
                  ভালোবাসার ঋণে!
থেকো তুমি ভালো বন্ধু,
                  চাঁদেরহাসি   হেসে!
দূরে হলেও থাকবো ভালো,
                  তোরে ভালোবেসে!


********

তাং: ৯/০৬/২০১৮ ইং
২৫ জৈষ্ঠ,১৪২৫ বাং
রাত:১২.০০
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত