মনের কোণে জেগে উঠে এক অজানা আকাঙ্ক্ষা,
হৃদয়ের ভেতর এক গভীর ভালোবাসা।
কিছু পাওয়ার ইচ্ছা, কিছু ছোঁয়ার তাড়না,
এটাই বুঝি জীবনের চির সত্য নীতি ।
দূরের আকাশে নীল পাখির ডানায়,
হৃদয় চাই উড়ে যেতে চাই বহু দূরে।
সাগরের ঢেউ খেলা করে মনে,
অদৃশ্য টান টেনে নিয়ে যায় অজানার দিকে।
প্রেমের স্পর্শে হৃদয় কাঁপে থর থর,
স্নেহের টানে ভেঙে যায় সব বাঁধা।
বন্ধুত্বের বন্ধনে মন মুক্ত হয় চিরতর,
এই টানেই জীবন পায় সার্থকতার বহ্নিশিখা।
স্বপ্নের পথে এগিয়ে যায় মানুষ,
হৃদয়ের টানেই পেরিয়ে যায় বাধা।
লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথে,
ভালোবাসাকেই সাক্ষী করে ।
হৃদয়ের মেলামেশা থামে না কখনো,
জীবনের শেষ ক্ষণে মনে দিয়ে যায় বেদনা।
মৃত্যুর পরেও থাকে সেই ভালোবাসা,
মুক্তির পথে শুধু চলে আসা যাওয়া।