মানব জনম ক্ষণস্থায়ী,
তবুও কত মহান, কত দ্যুতিময়।
জ্ঞানের আলোয় ঝলমলে,
কর্মের আঁচড়ে ক্ষতবিক্ষত।
শৈশবের আনন্দ,
কৈশোরের উদ্দাম।
যৌবনের রুপ,
বৃদ্ধত্বের শান্তি।
স্নেহের বন্ধন,
বন্ধুত্বের আলিঙ্গন।
প্রেমের মাতালতা,
বিরহের যন্ত্রণা।
সুখের আনন্দ,
দুঃখের কান্না।
আশার আলো,
হতাশার অন্ধকার।
সবই মিলিয়ে মানব জনম,
এক অপূর্ব সৃষ্টি।
কত অসাধারণ, কত মহান,
কত অমূল্য, কত দ্যুতিময়।