গভীর ছায়ায়, যেখানে চাঁদের আলো নেই বল্লেই চলে -
শিকলে বাধা একটি অস্থির মন,
ঝড়ের আগমনের আগে,
রোমাঞ্চিত হয়ে পড়ে কেন?
ঝড়ের ঝাঁপটাটে সমুদ্র উত্তাল হলে,
তার প্রতিটি তরঙ্গ মুক্ত হতে চায় বুঝি।
অভ্যন্তরীণ কলহের বজ্রধ্বনিতে,
শুনি জীবনের মহাযুদ্ধ ধ্বনি।
মনের বারান্দা দিয়ে,
হেটে যায়- সন্দেহ ,ভয় আর ছায়ার গোলকধাঁধা
অস্থির মনের মাস্তুল পর্যন্ত।
নীল আকাশে বড়ো কালো মেঘের দৌড়-
এতে উত্তরহীন দীর্ঘস্থায়ী প্রশ্ন কেন?
উদ্বিগ্ন হতাশার উত্তাল স্রোত,অজানা তুফান -
বিশৃঙ্খল পৃথিবীতে একটি জোনাকি ঝিকমিক করে,
আশার শিখা আবার নতুন করে জ্বেলে ।
নতুন আকাশে পথ খুঁজে চলি মৃদু আলোকে,
অস্থির মন, অব্যক্ত যন্ত্রণা নতুন কাহিনী খোঁজে।
ছায়া নাচে, আলো খুজে
আঁধারেরে আলিঙ্গন করে, করে জয় রজনীরে ।