ক্লান্তি ভরা রাজপথে,
আমি শ্রান্ত পথিক।
কারোও দেখা হবে,
এটাই ছিল সঠিক।
দেখেছি আমি তোরে,
বহু দূরের পথে।
ডেকেছি তাই একান্তে,
আমি আপন অন্তরে।
বলেছি কতো কথা,
শুনেছ রজনী বিরহিনী।
চেয়েছ শুধু মোরে,
নিশ্চুপ সমব্যথী কামিনী।
ঝরেছে অশ্রু বিন্দু,
অগনিত শ্রাবণের ধারা।
মিলনের আগে বুঝি,
বিরহে পীড়িত মোরা।
তবুও রহেছি আমি,
তুমিও থেকো মানবতা।
***********
তাং: ০২/০৮/২০১৮ ইং
১৬ শ্রাবণ,১৪২৫ বাংলা
সকাল: ৮.১৮
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত