আপন হৃদয়ের দুয়ার খানি-
        খুলে দিলাম আমি।
তব প্রতীক্ষায় রহেছি দাঁড়িয়ে,
        চেয়ে দেখোগো তুমি।
হস্তে আজি মোর মালা-বকুল,
        কন্ঠে পরাবো সহচরী।
প্রস্ফুটিত আঁখি কাজল শোভিতা,
        তুমি পুষ্পিতা শ্রেয়নারী।
পথের আঁধারে ক্ষণপ্রভা জ্বেলে,
        পূর্ণিমা আমার‌ই হলে!
লাজুক নয়নে চাহিয়া কেমনে,
         হৃদয়েরে দিলে খুলে!


********

তাং: ‌২৩/০৬/২০১৮ ইং
৮ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল:৫.৪২
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত