তুমি; হ্যাঁ তুমিই তো,
আমার হৃদয় জুড়ে তুমিই তো!
জ্যোৎস্নার রাতে ঝিলমিলে তারার ফাঁকে,
আবারও খোঁজি তোমাকে প্রিয়া!
ঐ রক্ত পলাশের ডাল গুলো ভেসে আছে,
আলোর বন্যায় তোমার ঠিকানার খোঁজে।
বাঁশের ঝাঁড়ে পাতার ঝোপে,
উড়ে আসে রাত জাগা সঙ্গী বিহীন পাখি।
স্নিগ্ধতা ভরা রাতে উড়ো উড়ো মন,
খোলা বাতায়নে তাঁকায় তোমার বিরহে।
মনে হয় আসে যেন তোমার সেম্পু করা,
চুলের বাহারি সুমধুর সুগন্ধ !
যে ফুল ফোঁটেছিল হৃদয়ের বনে,
সুযতনে সাজানো আজও তোমারই নামে।
অস্থি মজ্জা হৃৎপিণ্ড আর রক্ত কনিকায়,
চেয়ে দেখো লিখা আছে তোমারই কাব্য।
ব্যথা আছে দুঃখ আছে আছে বিহ্বলতা,
তারই মাঝে খোঁজি- তোমার স্মৃতি কথা।
বিশ্বাসে বেঁচে আছি অনন্তকাল আমি ,
এ অকূল পাথারে -তোমাকে আঁকড়ে ধরে।
তুমি আছো কিনা -
আমি জানি না!
-হ্যাঁ, তুমি তো কিছুই বলনি;
তবে, তুমি নেই সে কথা যে আমি মানিনা!
***********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৫/০৩/২০১৮ ইং
৩০ ফাল্গুন,১৪২৪ বাং
সকাল: ৪.৩৯