সূর্য তোমাকে ছুঁতে চাই আমি,
উত্তর দাও যদি শুনে থাকো তুমি।
কংক্রিটের জঙ্গলে সুনাগরিক বটে,
কাটুক আমারও রাত সাগরের তটে।
ভালোবাসি সূর্য চন্দ্র তারা আর পৃথিবী,
জানালার ওপারেতে সাজানো কতো ছবি!
********
তাং: ০৩/০১/২০১৯ ইং
সকাল-8.১১
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত