ধোঁয়াশার আড়ালে লুকিয়ে আছে সূর্য,
আকাশে ভেসে বেড়ায় কালো মেঘের ঝুরি।
শীতল বাতাস বয়ে চলে চারপাশে,
কাঁপছে গাছের পাতা আর মানুষ।

দূর থেকে শোনা যায় যুদ্ধের শঙ্খধ্বনি,
রণক্ষেত্রে নেমেছে বীর সৈনিক দল।
হাতে তরবারি, চোখে জ্বলে প্রতিশোধের আগুন,
দেশের মাটি রক্ষার জন্য তারা লড়াই করে।

গোলাবারুদের গর্জন, তলোয়ারের মুহু মুহু ছেদনে ,
রক্তে ভেজা মাটি, বিক্ষত দেহের স্তূপ।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ভয় নেই তাদের মনে,
স্বাধীনতার জন্য তাদের লড়াই চলবে শেষ পর্যন্ত।

মাঝে মাঝে থেমে যায় যুদ্ধ, শোনা যায় আর্তনাদ,
হতাহত সৈনিকদের বেদনার্ত কান্না।
চিকিৎসকরা তখন ব্যস্ত তাদের সেবয়,
যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করেতে হবে তাদের।

দীর্ঘ লড়াইয়ের পর যখন শেষ হয় যুদ্ধ,
জয়যুক্ত সৈনিকরা ফিরে আসে দেশে।
হৃদয়ে নিয়ে তারা বিজয়ের গর্ব,
দেশের মানুষ বরণ করে ফুলের মালা দিয়ে।

লড়াই থেমে গেলেও থকে যায় ক্ষতচিহ্ন,
অনেকেই হারিয়েছেন তাদের প্রিয়জন,
শান্তির জন্য প্রার্থনা করে আবার মানুষ,
যেন আর কখনো না বেজে ওঠে যুদ্ধের শঙ্খধ্বনি।