রাতের আঁধারে, চাঁদের আলোয়,
প্রত্যেকে লুকিয়ে রাখে,
নিজের গোপন কথা,
নিজের আকাঙ্ক্ষা।
চাঁদের পেছনে, সূর্য পুড়ে যায়,
অদৃশ্য আগুনে,
জ্বলে ওঠে,
আমাদের অন্তর্জ্বালা।
কেউ কেউ চায়,
পৃথিবী জয় করতে,
কেউ কেউ চায়,
শুধু ভালোবাসতে।
কেউ কেউ লুকিয়ে রাখে,
নিজের অপরাধ,
কেউ কেউ লুকিয়ে রাখে,
নিজের ভুল।
চাঁদের পেছনে, সূর্য পুড়ে যায়,
সবকিছু দেখে,
তবু কিছু বলে না।
আমরা সবাই,
চাঁদের পেছনে,
লুকিয়ে রাখি,
নিজের গোপনতার আগুন।
একদিন হয়তো,
আমরা সবাই,
সূর্যের আলোয়,
নিজেদের প্রকাশ করব।
ততদিন পর্যন্ত,
চাঁদের পেছনে,
আমরা পুড়তে থাকব,
নিজের আগুনে।