নীরব, কঠিন, কঠোর আর ধূসর,
সহস্র যুগের অচল একখণ্ড পাথর।
বাতাস আর বৃষ্টি খোদাই করে ক্ষীণ চিহ্ন,
লিখা আছে যাতে ধৈর্যশীল করুণার গল্প।
পৃথিবীর নীচে চাপা পড়া স্পন্দিত হৃদয়ের,
শক্তিশালী শিকড়।
সুযোগ সন্ধানী বুক চিরে চলে যায় আরো গভীরে,
যেখানে সে রাতকে পথ দেখায় অনন্তকাল।
একটা সুন্দর ফ্রেমের ভেতর
মিথ্যা গোপনের স্থায়ী আস্তানা।
অতীতের ধ্বনি গুলো,
মানুষের গল্পের সাথে-
প্রতিধ্বনিত হয় কখনো কশ্চিৎ।
যে পাথর,
ভার বহন করে চলে চিরকাল পৃথিবী,
তার উপরই খোদাই করা আছে-
জীবনের বিচল আরোহণের ইতিহাস।