যদি কখনো শুনতে পাও মৃদু বাতাসে চুপি চুপি কথা,
পাখির কোলাহল নয়, প্রাচীন গাছের দীর্ঘশ্বাস,
একে হাওয়া বলে উড়িয়ে দিও না, বাতাসের স্রোতে।
যদি কখনো শুনতে পাও গর্জনে মাটির কাঁপুনি,
পৃথিবী নিজেই কাঁদে ভবিষ্যত দেখে।
যদি কখনো শুনতে পাও খিল- খিল হাসির শব্দ,
এতো শিশু নয়, পাহাড়ি ছড়ার সুর।
ম্লান হতে দিও না তারে, গল্প শুনাবে তা দূর দেশের,
উঁচু উঁচু পাহাড় আর উপত্যকার।