অন্ধকারে ডুবে আছে মন,
সত্যের আলো কোথায় হারিয়ে গেলো?
স্বার্থের দানবের মতো মুখ ঢেকে,
নীতিবোধ হারিয়েছে কতদিন।

অবিচারের চোখে ধাঁধাঁ দেখে,
শোষণের বেড়াজালে জড়িয়ে পড়ে,
মানুষ ভুলে যায় নিজেকে,
হারিয়ে ফেলে সকল মূল্যবোধ।

সুপ্ত বিবেক ঘুমিয়ে আছে গভীর ঘুমে,
জাগ্রত হতে চায় না,
অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে,
সাহস যেন হারিয়ে ফেলেছে সে।

কতক্ষণ এই অন্ধকারে থাকবে?
কত দিন সত্যের আলো লুকিয়ে থাকবে?
জাগো বিবেক, জেগে উঠো,
ন্যায়ের আলোয় উদ্ভাসিত করো পৃথিবী।

শোষণের বিরুদ্ধে ঝড় তুলো,
অবিচারের প্রতিবাদে গর্জনা করো,
সবার মনে জাগিয়ে তোলো ন্যায়ের আকাঙ্ক্ষা,
সুন্দর করে গড়ে তোলো মানবজাতির ভবিষ্যৎ।

তুমিই আশা, তুমিই ভরসা,
তুমিই জ্বালা, তুমিই আলো,
জাগো বিবেক, জেগে উঠো আজ,
পৃথিবীকে করো ন্যায়ের আলোয় উজ্জ্বল।