শূন্য ঘরে তোমার ছায়া,
মনেতে তোমারই মায়া,
অশ্রু চোখে, বেদনা বুকে,
কাতর আমি তোমার শোকে।

স্মৃতিগুলো মনে পড়ে,
হৃদয় কাঁপে জ্বলে,
কথাগুলো কানে লাগে,
তুমি ফিরিবে কবে ?