ঝড়ের বেগে ছুটে যায় মন,
কোনো গন্তব্য নেই, নেই কোনো ঠিকানা।
অন্ধকারে ডুবে যায় চারপাশ,
কেবল কানে আসে হৃৎস্পন্দন।
বুকের ভেতর জ্বলছে আগুন,
সারাটা দিন কাটে দুঃখে।
কী করব, কোথায় যাবো, জানি না আমি কোন কিছু,
কেবল ছুটে চলছি পথে।
চোখের সামনে ভেসে ওঠে অতীত কালের ছবি,
সুখের, দুঃখের, মিলন মেলায়-
দুঃখই মনে পড়ে।
সুখের কথাই মুখখানি যে হাসি ভরে ওঠে।
থেমে থাকার সময় নেই ভাই,
চলতে হবে, সামনে পথে।
অচিন পথে পাল তুলেছি-
মৃত্যু কোথায় জানি না।
পথের পাশে দেখি কত
মানুষ নামের মস্ত প্রাণী
কেউ হাসে আর কেউ কাঁদে তাদের-
সইতে নারে যন্ত্রনা।
থামবো কখন এই গোল্লাছুটে
বিধির কিবা মন্ত্রণা ।
আসবেন কবে আশ্রয় নিয়ে,
শান্তি দেবী নীলাচলে আবার ফিরে?