গোধূলির মৃদু আলিঙ্গন নিয়ে, এক অতিথির আগমনে
ভয় বিহীন আত্মা নিয়েই নিয়তির দরজা খুলে ছিলাম।
ফুটফুটে আলোতে আমার ঘরটি সাজানো ছিল সন্ধ্যায়,
আমি অবলা সুখ দুঃখের গল্পগুলি ভাগ করেছি তাই।
কেন তবে দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল সুমধুর স্মৃতি,
বিবর্ণ আলোতে শেষ বার ছায়া হয়ে বলে গেল ইতি?