টাকা পয়সা ধন দৌলত,
রুজি করার করো আদত।
রাত পোহালে টাকা প্রয়োজন,
করো যদি কিছু আয়োজন।
হারলে তুমি টাকার কাছে,
ব‍্যর্থ জীবন নিজের কাছে।
আপন জনের গোপন কথা,
টাকার জন্য দেবে ব‍্যথা।

********

তাং: ০২/০৫/২০১৮ ইং
১৮ বৈশাখ,১৪২৫ বাং
সকাল: ১০.৪৬
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত