বিপন্ন বলিনা বন্ধু স্বর্ণলতিকা তুমি,
এলোকেশে বসে আছো কেন বিরহিনী?
অভাগীনি বলে কেহ দুর্ভাগা দেশে,
ভালোবাসি আমি তোরে দিন পরিশেষে।
শঙ্খধ্বনি শোনো ওগো মন্দিরের দ্ধারে,
আঁখি মুছে আসো তুমি আলোকিত করে।
বিষন্নতার হিমশৈলে বিগলিত অশ্রু নদী,
আঁধারেতে ফোঁটা চাঁদে প্রণয়ের ছবি।
কোথা যাবে একা তুমি অগনিত ভীড়ে,
নিরুত্তর থেকো না বন্ধু অপবাদ ডরে।
উঁকি মারি চাহে কতো জানালার ফাঁকে,
ভালোবাসি বলি আমি তারা যেন দেখে।
***********
তাং: ১৮/০৮/২০১৮ ইং
০১ ভাদ্র,১৪২৫ বাংলা
সকাল:৯.৩৬
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত