তোরা কেন -
কাকের মতো তোদের নোংরা গুলো গুঁজে রাখিস নিজেরাই,
অপরের চালে চোখ বন্ধ করে?
অন্ধ তুমি ভাবো গোটা পৃথিবীময় অন্ধকার -
ইঁদুরের শব নিয়ে টানাটানি করো।
নরাধম তুমি মিথ্যার সাগরে
জ্বলন্ত জাহাজের বিভ্রান্ত পথিক।
ভেবে দেখো কখনো ক্ষণস্থায়ী ক্ষমতার দম্ভ ছেড়ে
একবারও কি সত্যি কিছু বলতে পারো!
মানুষ হতে পারো কিনা,
সম্মান দিতে শিখো যাও যদি পারো।
আর যদি না হয়-
তোদের চেয়ে কুকুর ভালো
বিষ্ঠা ভরা মুখে নিয়ে -সরে দাঁড়া।
এ স্বর্গে ঠাই নেই তোদের;
তোরা জাহান্নামে চলে যা।
দূর হো কুলাঙ্গার হতচ্ছাড়া
তোরা সরে দাঁড়া।