স্বাধীনতার খোঁজে আমি উড়েছি আকাশে,
আমার স্বাধীনতা চাই তো চাই-ই।
আভিযাত‍্যের গর্বে বস্ত্র কমেছিল শরীরে,
আর গা-ঢাকা ভালো লাগছিলোনা আমার!
একটু ভালোবাসার খোঁজে-
বিবস্ত্র হয়েছি বহুবার।
এবার ভালোবাসা চাইনা আর,
বস্ত্র‌ও চাই স্বাধীনতাও চাই-
কিন্তু তা কি ভাগ‍্যে জুটে সবার!

********

তাং: ১0/০৬/২০১৮ ইং
২৬জৈষ্ঠ,১৪২৫ বাং
রাত:৯.২৭
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত