-মধু মঙ্গল সিনহা
রাতটা শেষের পথে প্রভাত হবে নিশ্চয়,
২৪শে ফেব্রুয়ারি চির নতুনের সূর্যোদয়।
এবেলা জেগে আমি পথো চেয়ে তোর,
আশীর্বাদ করি বাবা বিজয় হোক বিস্তর।
গোলাপের কুঁড়ি গুলো ফুটে যবে ঘরে,
থেকে থেকে স্মৃতি কথা  জাগায় অন্তরে।
বড়ো হয়ে গেছ তুমি তবু মনে হয় বাছা,
ফুলে ফলে ভরে তোর পূর্ণ হোক আশা।
            ***********