স্মৃতির রঙে আঁকা এক সুন্দর দিন,
যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল।
মন ছুঁয়ে যাওয়া সুরে বেজেছিল বাঁশি,
আকাশে ভেসে বেড়াচ্ছিল মেঘের ভেলা।
তোমাকে দেখে হারিয়ে ছিলাম নিজেকে
কথা বলতে গিয়েও আটকে ছিলাম কতোবার,
সময় থেমে গিয়েছিল সেদিন,
শুধু ছিলাম আমরা দু'জনে।
কথা বলতে না পারলেও মন ভরে গেল,
স্মৃতির বইতে লেখা হল নতুন অধ্যায়।
যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল,
সেখানেই আজও আমার মন উড়ে যায়।
তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত,
মনে হয় যেন স্বপ্নের মত সুন্দর।
ভালোবাসার গান গেয়ে ওঠে মন,
যখন তোমার কথা মনে পড়ে।
চাই তোমার সাথে সারাজীবন কাটাতে,
এই ভালোবাসা চিরকাল ধরে রাখতে।