দুঃখ আছে বলেই-
সুখের ঠিকানা খোঁজি।
কাছে যা নাই-
তাই যেন লাগে বেশী!
সুখ আছে দুঃখ আছে,
দিন আছে আছে রাত্রি।
রাখতে ধরে সুখের স্মৃতি,
দুঃখ গুলো সরিয়ে ফেলি!
********
তাং: ২৭/০৫/২০১৮ ইং
১২ জৈষ্ঠ,১৪২৫ বাং
সকাল:৫.১৯
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত