খবরের কাগজে ঐ অপহরন,
ধর্ষণ ও খুনের ঘটনা!
কাক ভোরেই মনটা বেশ খারাপ -
'মানুষ এসব করে কেন?'-মাথায় একই প্রশ্ন।
মনে হয় কিছুনা-একটাই অভাব, ভালোবাসার।
অক্টোপাসের মতো চাপিয়ে ধরে- সোজা খুন।
এককি ভালোবাসা নাকি প্রেম!
শনাক্ত করতে হয়-সে কি মানুষ?
নাকি-কতো যুগের ক্ষুধার্ত নেকড়ে!
ঘৃণা করতে পারি কি?-ঐ ছেলেটিকে
সেও তো মানুষ, হয়তো
তাকেও কেউ ভালোবাসার প্রয়োজন ছিল!
********
তাং: ০৬/০১/২০১৯ ইং