আকাশে আলোর দেশে ক্ষুধার বন্যা
ব্যর্থতা চাপাতে শুধু ভাগ্যের প্রহসন।
ঘুরে ফিরি চারপাশে যদি বা সময় বদ্‌লায়-
জানি সে ব্যর্থ প্রয়াস পাষাণে মাথা ভাঙা
তবে-
  ফিরে যাবো আমি-

আঁধারের আহবানে না ফেরার দেশে।
যেখানে আলোর প্রয়োজন নেয়-
পেটে ক্ষুধা নেয়-
বিশ্বাস অবিশ্বাসের কোন প্রয়োজনও নেয়
আছে শুধু ভালো আর ভালো থাকা।