পদাবলী গাহে কে গো,
             ঐ দূর গ্ৰামে!
ভালোবেসে কথা বলে,
             প্রফুল্ল অন্তরে।
প্রিয়তমা তারে ডাকি,
             জীবনের তরে!
কৃষ্ণচূড়া ফুটে ফুল,
             বসন্তের ডাকে।
রাঙা রঙ মেখে দেই,
             হৃদয়ের মুখে!
কেন যেন ফিরে দেখে,
             অতিথির পথে!
মেঠো পথে চলি আমি,
             সুভাষে কামিনী!


       *********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২২/০২/২০১৮ ইং
   ৯ ফাল্গুন,১৪২৪ বাং
       সকাল: ৯.০৬