জ্যৈষ্ঠ এলো, গরম করে,
পাখি ডাকে, মিষ্টি সুরে।
আকাশ নীলে, মেঘের ছায়া,
দূর পাহাড়ে, সবুজ মায়া।
ফুল বাগিচা, রঙে ভরা,
চম্পা, গোলাপ, নয়নতারা।
আম, জাম,লিচু,কাঁঠাল, লেবু,
মিষ্টির স্বাদের কমলা তবু।
ধানক্ষেতে ভাই সোনালী ফসল,
খুশি ভরা কৃষক মহল।
গ্রামের বাড়ি, মেঠো পথে,
গল্প, হাসি, কান্না তাতে।
নদীর তীরে চিকন বালু,
হাপিয়ে মরে কুকুর কালু।
বৃষ্টির আশা, আকাশ পানে,
হই উদাসী, আপন মনে।
পড়াশোনা, করতে মানা,
ছাত্র মনে, ভয়ের দানা।
জ্যৈষ্ঠ মাসের, গরম দিনে
মন ছুঁয়ে যায়, বাউলা গানে।