প্রেমানলে জ্বলে মাঠ    আর নৌকার ঘাট,
          দহন জ্বালা লাগে যদি মনে
      মৌমাছিরা উড়ে নাকি তখন‌ও বনে!
কোকিলের কন্ঠস্বর      কর্কশ অসহ্য শুনি,
       জানিনা কি বিরাগ দিলে আপনে,
     হারিয়ে হৃদয় আমি খোঁজি নির্জনে!
কাজলে আঁকা চোখ       আশাতে ভরা বুক,
         কিসে যেন এলো হৃদয়েতে দুঃখ,
     তবু প্রতিক্ষায় র‌ই প্রিয়া ফিরে আসুক!
মালা গাথা ফুলগুলো অধীর অপেক্ষায় যেন,
           বিলম্বত আজি শ্রীমতি কেন?
         চুলেরা উড়ে না ফাগুন হাওয়ায়,
অপেক্ষায় বসে র‌ই      বিরাট বটের তলায়!
     শুনিলাম নূপুরখানি ডাকিল আবার,
       নামিল ততক্ষণে মাঠেতে আঁধার!

     ***********

নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৯/০৩/২০১৮ ইং
   ২৪ ফাল্গুন,১৪২৪ বাং
       সকাল: ৫.৫৩