খাতার পাতায় লিখা সংখ্যাগুলো নিস্তব্ধ
সতর্ক হাতে লেখা পরিসংখ্যানের সারি।
অতিবাহিত বছরের পুরোনো-
দেশ বিদেশ জুড়ে বাণিজ্যের গল্প।
ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স সত্য,
কালো বা লাল, কালিতে
লাভ- লোকসানের রেকর্ড।
গোধূলির ম্লান আলো ডুবে যায় অঙ্কের নীচে,
আশা পূরণের গল্প শুনে,
চাপা পড়ে অনাদায়ী ঋণ, খাতার পাতায়।
তবুও সংখ্যার মাঝে, একটি স্ফুলিঙ্গ দেখি,
জীবনের এক ঝলক, স্পন্দিত হৃদয়ে।
পৃষ্ঠাগুলিতে, ভাগ্য খোদাই করি প্রতিদিন,
স্বপ্নের বসন্ত আসবে বলে।