'সোরি' বললে করবেন মাপ,
কমান সবাই মনের তাপ।
শব্দ এটা বড়ই ভালো-
ক্ষমা চাওয়া হয়ে গেল।
ভদ্র মানুষ ভদ্র কথা,
কি করবেন নিয়ে ব্যথা।
ঢাকতে কালি শব্দ খালি,
ফুল বাগানে যেমন মালী।
কেউ বলেছে রক্ষা নাই-
ভুল করেছ শাস্তি চাই!
আবার যারা ব্যস্ত তারা,
এড়িয়ে চলেন জুট-ঝামেলা।
***********
তাং: ২৫/০৮/২০১৮ ইং
০৮ ভাদ্র,১৪২৫ বাংলা
সকাল:৫.০৮
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত