মনে দুঃখ পাবার জন্য বড় বড় ঘটনা করার প্রয়োজন নেই;
ছোট কথা, অথবা আকার ইঙ্গিত অনেক যথেষ্ট।
এক কাপ ঠান্ডা চা শীতের দিনে-
বলছি, এটাও দুঃখ পাবার জন্য যথেষ্ট।
আন্তরিক ভালবাসার সময় প্রত্যাখ্যানও কিন্তু একটি কারণ হতে পারে;
সেটা হয়তোবা তুমি গুরুত্ব নাও দিতে পারে।
তারপরও তুমি বলেছ-
নিজেকে ভালো রাখার দায়িত্ব শুধুমাত্র নিজেরই।