জানিনা কেন-
প্রেমের আবেশে বাঁধা পড়ে যাই বারবার?
কতবার ভাবি আর লেখব না প্রেমের কবিতা,
তবু পারিনা!অজানা টানে!
বসন্তের আবিরে রাঙিয়ে যায় প্রেমের কথা।
সকালের লেবু জলে আসে কেন তোমার -
ফেলে যাওয়া মধুর স্মৃতি কথা?
তুমি বলতে,"এতো গরম জল কেন?
একটু লবণ দিলে ভালো লাগবে দেখো!"
হ্যা গো-আমি তো সেই মতোই চলি,
মনে হয় কেন যেন-বাজারের লেবু গুলো
আজও তোমারই স্মৃতি আর ভালোবাসা ছোঁয়া !
***********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২১/০৩/২০১৮ ইং
৬ চৈত্র,১৪২৪ বাং
সকাল: ৯.০৩